News71.com
 International
 19 Apr 17, 06:54 PM
 175           
 0
 19 Apr 17, 06:54 PM

ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে,নিহত ৩১।।

ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে,নিহত ৩১।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের নুয়েভা এসিজা প্রদেশে গতকাল মঙ্গলবার একটি বাস খাদে পড়ে ৩১ জন মারা গেছে। আজ বুধবার একথা জানিয়েছে পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সিনিয়র পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অ্যান্টোনিও ইয়ারা বলেন,গতকাল মঙ্গলবার নুয়েভা এসিজা প্রদেশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ মিটার নিচের খাদে পড়ে যায়। এতে ৪৬ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।প্রাদেশিক পুলিশ প্রধান ইয়ারা বলেন,বাসটিতে ৭৭ জন যাত্রী ছিল। চাকা ফেটে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন