News71.com
 International
 19 Apr 17, 11:56 AM
 211           
 0
 19 Apr 17, 11:56 AM

উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ দুই বিমানবন্দরের নাম বদলালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।।

উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ দুই বিমানবন্দরের নাম বদলালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মুখ্যমন্ত্রীর পদে বসার পর একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ।এবার তার সেই পদক্ষেপের তালিকায় ঢুকে পড়ল রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিমান বন্দরের নাম পরিবর্তন। গতকাল মঙ্গলবার তৃতীয় মন্ত্রিসভার বৈঠকে বসে উত্তর প্রদেশের বিজেপি সরকার। সেই বৈঠকে ঠিক হয়েছে আগ্রা ও গোরখপুর বিমান বন্দরের নাম পরিবর্তন করা হবে।

জানা গিয়েছে,গোরখপুর বিমান বন্দরের নাম পাল্টে মহাযোগী গোরখনাথ বিমানবন্দর করা হবে। অন্যদিকে নাম পরিবর্তন করা হবে আগ্রা বিমান বন্দরেরও। উত্তর প্রদেশের অন্যতম এই বিমান বন্দরের নাম হবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অন্যতম পুরোধা দীনদয়াল উপাধ্যায়ের নামে। সেক্ষেত্রে বিমান বন্দরটির নতুন নাম হবে,পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিমানবন্দর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন