News71.com
 International
 18 Apr 17, 11:49 PM
 214           
 0
 18 Apr 17, 11:49 PM

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্তে হয়ে ১৪ জনের প্রাণহানি

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্তে হয়ে ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ বিচারক ও ৮ পুলিশসহ ১৪ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পুলুমুর ও ওভাসিক জেলার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে এর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো তানসেলির গভর্নরের বরাত দিয়ে জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে। তুরস্কের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে তিনজন ক্রু, ৮ পুলিশ কর্মকর্তা, ২ জন বিচারক এবং ১ সেনা সার্জেন্ট ছিলেন। উড্ডয়নের ১০ মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় তুরস্কে গেলো দু’বছর ধরে জরুরি অবস্থা বলবত আছে। কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে’র গেরিলারা এ অঞ্চলে মাঝেমাঝেই তুর্কি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিচার বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালায়। সম্প্রতি আঙ্কারায় ব্যাপক অভিযান শুরুর পর পিকেকে’র হামলা আরো জোরদার হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন