News71.com
 International
 18 Apr 17, 10:06 AM
 213           
 0
 18 Apr 17, 10:06 AM

পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার

পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হার্বার্ট ম্যাকমাস্টার সোমবার পাকিস্তান পৌঁছেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে তিনি এ সফর করছেন। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রথম সিনিয়র কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফর করছেন ম্যাকমাস্টার।

কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ’র সঙ্গে আলোচনার পর তিনি পাকিস্তান সফরে এসেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সফরকালে ম্যাকমাস্টার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের কথা রয়েছে। বৈঠককালে দু’নেতা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

মার্কিন কর্মকর্তা পাকিস্তানের সামরিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করতে পারেন। বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করবেন। প্রসঙ্গত, মস্কোতে শান্তিপূর্ণভাবে আফগান সংকট সমাধান বিষয়ে আঞ্চলিক ১১ জাতির সম্মেলনের ৩ দিন পর তিনি পাকিস্তান সফরে এলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন