News71.com
 International
 17 Apr 17, 09:22 PM
 222           
 0
 17 Apr 17, 09:22 PM

আগামী মাসে মুখোমুখি হচ্ছেন নওয়াজ শরীফ ও নরেন্দ্র মোদি।। 

আগামী মাসে মুখোমুখি হচ্ছেন নওয়াজ শরীফ ও নরেন্দ্র মোদি।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের ফাঁসি ও যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা সত্ত্বেও একসঙ্গে মিলিত হতে চলেছেন চির বৈরী পাকিস্তান-ভারতের শীর্ষ দুই নেতা। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসেই পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখোমুখি হবেন। সুত্রের খবর, পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন,নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী জুন মাসে কাজাখস্তানের আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে বলে।

ম্প্রতি,ভারতের নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকেই নতুন করে অবনতি হয়েছে ভারত-পাক সম্পর্কের। লোকসভায় দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন,পাকিস্তানের এমন সিদ্ধান্তে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব পড়বে। এমনকি কুলভূষণকে ন্যয়বিচার দিতে ভারত যতদূর যেতে হয় যাবে,এমনটাই আশ্বাস দিয়েছন তিনি। এরই প্রেক্ষিতে কিছুদিন আগে জলসীমানা সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে নাকচ করে দেয় ভারত।

এখনও পর্যন্ত কুলভূষণ মামলার চার্জশিট কপি আসেনি ভারতের হাতে। এর আগে ১৩ বার কুলভূষণের সঙ্গে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করতে চেয়েছে ভারত। তাতে কোনও লাভ হয়নি। গত ১০ এপ্রিল পাকিস্তানের মিলিটারি কোর্টে কুলভূষণকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন