News71.com
 International
 17 Apr 17, 07:06 PM
 231           
 0
 17 Apr 17, 07:06 PM

ভারতে বাবার নাম বাধ্যতামূলক না করতে মন্ত্রণালয়কে মানেকা গান্ধীর চিঠি।।

ভারতে বাবার নাম বাধ্যতামূলক না করতে মন্ত্রণালয়কে মানেকা গান্ধীর চিঠি।।

আন্তর্জাতিক ডেস্কঃ শিশুদের মার্কশিটে বাবার নাম বাধ্যতামূলক না করার দাবি জানিয়ে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়কে চিঠি দেয়েছেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। এতে তিনি লেখেন,এতদিন মার্কশিটে বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু বাবার সঙ্গে মায়ের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ তা এবার বোঝাতে হবে। যে সব মায়েরা শিশুদেরকে একা মানুষ করছেন তাঁদের ক্ষেত্রে এই পদক্ষেপটি বাস্তবে রূপ নিলে তা আর্শীবাদস্বরূপ হবে।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাওড়েকরকে লেখা চিঠিতে মানেকা গান্ধী আরও বলেন,বিবাহ বিচ্ছেদ–এর মত গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করা দরকার। বহু নারীই বিবাহ বিচ্ছেদ বা একা থেকে তাঁদের শিশুদের প্রতিপালন করেন। সেক্ষেত্রে তাঁদের শিশুদের ডিগ্রি সার্টিফিকেটে বাবাদের নাম তাঁরা দিতে পারেন না। যার ফলে শিশুদের ডিগ্রি সার্টিফিকেট তাঁরা পান না।দিল্লির সিঙ্গল মাদার প্রিয়াঙ্কা গুপ্তা শিশুদের পাসপোর্টে বাবার নাম বাধ্যতামূলক না করা নিয়ে মানেকা গান্ধীকে আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি লেখেন মানেকা গান্ধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন