News71.com
 International
 17 Apr 17, 06:57 PM
 222           
 0
 17 Apr 17, 06:57 PM

মিয়ানমারে পানি উৎসবে ১৪ জনের প্রাণহানি,আহত ১৫২।।

মিয়ানমারে পানি উৎসবে ১৪ জনের প্রাণহানি,আহত ১৫২।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে চলতি বছরের পানি উৎসব চলাকালে অপরাধজনিত ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছে। গত শনিবার এই ঘটনাগুলো ঘটেছে বলে দেশটির এক কর্মকর্তা আজ সোমবার একথা জানান। সুত্র জানিয়েছে,মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা,ধর্ষণ,চুরি,দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭ টি ঘটনা সংঘটিত হয়েছে সেখানে।

চলতি বছর গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত দেশটিতে ঐতিহ্যবাহী পানি উৎসব চলে। এছাড়া মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরো ৩১৬ জন আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন