আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকের লাইভে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর রবার্ট গুডউইন নামের ৬ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্যের ৭৪ বছর বয়সী এক খুনিকে খুঁজছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের পুলিশ। স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেছে,যেখানে সে এখন পর্যন্ত ১৩ জনকে হত্যার কথা স্বীকার এবং আরো মানুষকে হত্যার আগ্রহের কথা জানিয়েছে। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন,তারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত,তবে বাকি হত্যাকাণ্ডের শিকারদের সম্পর্কে তাঁর জানা নেই।
তবে ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন। গত মার্চ মাসে একজন অজ্ঞাত আরেক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় ১৬ বার গুলিবিদ্ধ হন। ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যে কেউই সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারেন। ২০১০ সালে এই ফিচার চালু হয় কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই ফিচার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।