News71.com
 International
 17 Apr 17, 06:19 PM
 236           
 0
 17 Apr 17, 06:19 PM

যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়াকে সহ্য করবে না । মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়াকে সহ্য করবে না । মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন,উত্তর কোরিয়াকে সহ্য করার সময় শেষ। যু্ক্তরাষ্ট্র আর তাকে সহ্য করবে না। আজ সোমবার দক্ষিণ কোরিয়ায় তিনি একথা বলেন। মাইক পেন্স তার দক্ষিণ কোরিয়া সফরে দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি মুক্তাঞ্চলে পৌঁছেছেন।পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়ার  ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক এক আলোচনায় অংশ নেবেন। এছাড়া টানা ১০ দিনের এশিয়া সফরে আরো ৪টি দেশে ভ্রমণের কথা রয়েছে তার।

তার এই সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। গতকাল রবিবার উত্তর কোরিয়ায় ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা আগে তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছান। আজ সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক বিমান মহড়া চালিয়েছে বলে সুত্র জানায়। সাংবাদিকদের পেন্স বলেন,কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ব্যাপারে আর কিছু সহ্য করা হবেনা। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি দেখতে চায়।

ভ্রমণের সময় দুই কোরিয়ার মধ্যবর্তী ওই মুক্তাঞ্চলের কাছাকাছি জাতিসংঘের একটি ঘাঁটি থেকে হেলিকপ্টারে চড়েন মাইক পেন্স। তিনি কোরিয়ান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের স্থান পানমুনজমসহ যুদ্ধের ক্ষত বহনকারী আশেপাশের গ্রামগুলো পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন