আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার হামা প্রদেশের সৌরান,তাইবাত আল-ইমাম,হালফইয়া এবং লাতামানিয়া শহরে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় রাশিয়ার ৫যুদ্ধবিমান এবং ২হেলিকপ্টার অংশ নেয়। আফগানিস্তানে মার্কিন শক্তি প্রদর্শনের পাল্টা জবাব হিসেবে রাশিয়া এ হামলা চালিয়েছে বলে সুত্র জানায়। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরই আগুন ও ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। বোমার বিস্ফোরণ আশেপাশের অনেকদূর এলাকা নিয়ে মাটি কেঁপে উঠেছে।
আফগানিস্তানে আইএসের ঘাঁটি ধ্বংসে গত বৃহস্পতিবার মাদার অব অল বোম্ব নিক্ষেপ করে আমেরিকা। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবী,আইএস দমন নয় মূলত রাশিয়াকে নিজ শক্তি দেখানোর জন্য এই বোমা ব্যবহার করেছে আমেরিকা। সম্প্রতি এমন খবর ফাঁস হয় যে,রাশিয়া নতুন ধরনের বোমা তৈরি করেছে যা মার্কিন মাদার অব অল বোমস'এর চেয়ে ৪গুণ বেশি শক্তিশালী। ধারণা করা হচ্ছে,ওই বোমাই এবার সিরিয়াতে নিক্ষেপ করা হয়েছে রাশিয়া।