আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজে দেশটির সরকার কাঠের তৈরি ক্ষেপণাস্ত্র প্রদর্শন এদিকে,বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে। হাসাহাসিও করছেন অনেকে।প্রকাশিত কুজকাওয়াজের ভিডিও বিশ্লেষণ করে, বিশ্লেষণে দেখা যাচ্ছে কুজকাওয়াজে প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্রগুলো নকল। খুব সম্ভবত এগুলো কাঠের তৈরি। এ ছাড়া,অস্ত্রগুলোর আকার-আকৃতি দেখলেই সহজেই বোঝা যায় যে এগুলো নকল। আসল ক্ষেপণাস্ত্রের অগ্রমুখ কখনোই বাঁকা থাকে না। কিন্তু ফুটেজে দেখা যাচ্ছে,ক্ষেপণাস্ত্রের সামনের অংশ বাঁকা।
টুইটারে টনি কুইনটাস নামের একজন লিখেছেন, ফুটেজ দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে ওগুলো নকল ছিল। আবার স্টেভ লোটস নামের একজন লিখেছেন,তাহলে আমিই একমাত্র নই,যে ভেবেছিল এগুলো নকল।উল্লেখ্য,উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। দেশ ২টি একে অন্যকে পাল্টাপাল্টি পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে ।এ বিষয়টি সামনে এনে অনেকেই বলছে,যুক্তরাষ্ট্রের সমীহ আদায় করতেই উত্তর কোরিয়া এ কাজ করে থাকতে পারে।