News71.com
 International
 17 Apr 17, 11:21 AM
 218           
 0
 17 Apr 17, 11:21 AM

উত্তর প্রদেশের পর বিজেপি'র নজর এখন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে।।  

উত্তর প্রদেশের পর বিজেপি'র নজর এখন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে।।     

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় তাদের ভোট ব্যাংক বাড়ানোর দিকে নজর দিয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে ১৫ বছর পর জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দুর্বল রাজ্যগুলোতে দলকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছেন। মূলত ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কৌশল হাতে নিয়েছে বিজেপি।

পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় বিজেপি দুর্বল অবস্থানে আছে। এই দুই রাজ্য থেকে তাদের মাত্র ৬৩ জন এমপি আছে। গত শনিবার উড়িষ্যায় দুদিনব্যাপী জাতীয় নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়া মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে উত্সাহ জাগিয়ে তোলার চেষ্টা বলে মনে করা হচ্ছে। পূর্বের রাজ্যগুলোতে বিজয়ের পর বিজেপি সভাপতি অমিত শাহ এখন পশ্চিমবঙ্গকে প্রাধান্যের তালিকায় শীর্ষে রেখেছেন। গত শুক্রবার উড়িষ্যার রাজধানী ভুবেনশ্বরে যান এবং পিছিয়ে বর্ণ গোষ্ঠীর প্রয়াত নেতা ভিম রাও আম্বেদকারের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি দলের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন। তাকে ব্যাপক সংবর্ধনাও দেওয়া হয় দলের রাজ্য শাখার পক্ষ থেকে। তাকে ৭৪টি ফুল দিয়ে স্বাগত জানানো হয়। রাজ্যটিতে লোকসভায় ১৪৭টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৭৪ টি আসন দরকার। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুবেনশ্বরের বৈঠকে বক্তব্য রাখেন। এই সময় তাকেও ব্যাপক সংবর্ধনা দেয় দলীয় নেতা-কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন