News71.com
 International
 17 Apr 17, 11:18 AM
 224           
 0
 17 Apr 17, 11:18 AM

প্রথমবারের মতো চীন-নেপালের যৌথ সামরিক অনুশীলন শুরু ।।  

প্রথমবারের মতো চীন-নেপালের যৌথ সামরিক অনুশীলন শুরু ।।     

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে যৌথ সামরিক অনুশীলন করছে নেপাল। এই প্রথম দেশটি চীনের সঙ্গে এই ধরনের অনুশীলনে অংশ নিল। গকাল রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়। দুই দেশের এই অনুশীলন পর্যবেক্ষণ করছে ভারত।

নেপাল ভৌগোলিক দিক দিয়ে চীন ও ভারতের মধ্যে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে। নেপালের সেনাবাহিনী সূত্র জানিয়েছে,১০ দিন ব্যাপী সাগরমাথা (মাউন্ট এভারেস্টের নেপালি নাম) ফ্রেন্ডশিপ-২০১৭’শীর্ষক এই অনুশীলনে সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন