News71.com
 International
 17 Apr 17, 12:16 AM
 215           
 0
 17 Apr 17, 12:16 AM

পাকিস্তানে পঞ্চায়েত বৈঠকে গোলাগুলি,নিহত ৪ আহত ৫।। 

পাকিস্তানে পঞ্চায়েত বৈঠকে গোলাগুলি,নিহত ৪ আহত ৫।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লা জেলায় উপজাতীয় গোষ্ঠী লড়াইয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। সুত্র জানায়,বন্দুকযুদ্ধের ওই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় এক উপজাতী নেতার ছেলে লালা খান বাদিজাইও রয়েছেন। 

স্থানীয় কর্মকর্তারা জানান,আজ রবিবার সন্ধ্যার পর একই উপজাতি গোষ্ঠীর ২পক্ষে  গোলাগুলি বেঁধে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। কিল্লা আব্দুল্লা জেলার গুলিস্তান সাব ডিস্ট্রিক্টের উপজাতীয় এলাকায় একটি বিরোধ মীমাংসায় বসেছিল স্থানীয় জিরগা (পঞ্চায়েত)। তবে কী নিয়ে এমন ভয়াবহ রক্তারক্তির সূত্রপাত হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন