আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লা জেলায় উপজাতীয় গোষ্ঠী লড়াইয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। সুত্র জানায়,বন্দুকযুদ্ধের ওই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় এক উপজাতী নেতার ছেলে লালা খান বাদিজাইও রয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান,আজ রবিবার সন্ধ্যার পর একই উপজাতি গোষ্ঠীর ২পক্ষে গোলাগুলি বেঁধে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। কিল্লা আব্দুল্লা জেলার গুলিস্তান সাব ডিস্ট্রিক্টের উপজাতীয় এলাকায় একটি বিরোধ মীমাংসায় বসেছিল স্থানীয় জিরগা (পঞ্চায়েত)। তবে কী নিয়ে এমন ভয়াবহ রক্তারক্তির সূত্রপাত হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।