News71.com
 International
 17 Apr 17, 12:01 AM
 223           
 0
 17 Apr 17, 12:01 AM

সিরিয়ায় ভয়াবহ গাড়ীবোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬।।

সিরিয়ায় ভয়াবহ গাড়ীবোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আরেকটি ভয়াবহ দিন। আলাপ্পোর নিকটবর্তী এলাকায় গতকাল শনিবার দুটি বাসে ভয়াবহ বোমা হামলায় মৃতের সংখ্যা ১২৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৬৮ জন শিশু আছে বলে নিশ্চিত করেছে বিবিসি। আহত হয়েছে অনেক মানুষ। তবে সিরিয়ান সরকারী হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ১০৯ জন উল্লেখ করা হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ উত্তর সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত দুটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সময় তাদের বহনকারী বাসবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে,বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। বাসের আসন ছিন্নভিন্ন হয়ে যায়। যাত্রীদের মৃতদেহ এবং বিভিন্ন অঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে। পোপ ফ্রান্সিস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে শরণার্থীদের ওপর কাপুরোষচিত হামলা’হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন,সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,যুদ্ধবিধ্বস্ত সিরিয়াবাসী এই ভয়াবহ ঘটনা সামলে উঠুক। বাসগুলোর যাত্রীরা দুই বছরেরও বেশি সময় ধরে উগ্রপন্থি বিদ্রোহীদের অবরোধের মধ্যে ছিল। আতঙ্কের মধ্যে বসবাস করা এসব মানুষের পর্যাপ্ত খাবার ও ওষুধও ছিল না। বাসযাত্রীরা অনুমতির অপেক্ষায় ছিল। ঠিক তখন একটি খাবারভর্তি গাড়ি উক্ত এলাকায় ঢুকে পড়ে। ক্ষুধার্ত শিশুরা গাড়িটি ঘিরে ভিড় করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন