News71.com
 International
 16 Apr 17, 08:01 PM
 231           
 0
 16 Apr 17, 08:01 PM

ভারতের গুজরাটে বন ছেড়ে মহাসড়কে সিংহের দল।।

ভারতের গুজরাটে বন ছেড়ে মহাসড়কে সিংহের দল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বনের রাজা বা রানিরা যখন বের হন,তখন গোটা বনে খবর রটে যায়। আশপাশটা ফাঁকা হয়ে যায়। এক দল সিংহ মানেই সব পশুর পরিমরি করে ছুট দেওয়া। এবার তারা বেরিয়ে এলেন মানুষের রাজ্যে। এক অদ্ভুত দৃশ্য দেখলেন ভারতের গুজরাটবাসীরা। সেখানকার ব্যস্ত পিপাভাভ-রাউলা হাইওয়ের একেবারে মাঝখানে উঠে এলো একদল সিংহী।

আধুনিক শহরের রাস্তাতেও সব চুপচাপ হয়ে গেলো। ওই রাস্তায় কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে গেলো ট্রাফিক। গতকাল ওই হাইওয়েতে ১০টিরও বেশি সিংহী কয়েকটি বাচ্চা-কাচ্চা নিয়ে হাজির হলো। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে চলে গেলো তারা। এ সুযোগে কয়েকজন সাহসী মানুষ গাড়ির মধ্যে  কাছাকাছি থেকে ছবি তুলতে ভুল করলেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন