News71.com
 International
 16 Apr 17, 07:42 PM
 250           
 0
 16 Apr 17, 07:42 PM

আবারও উত্তপ্ত কাশ্মির, নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোর নিহত।।

আবারও উত্তপ্ত কাশ্মির, নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোর নিহত।।

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা বাহিনী ও বিক্ষুব্ধদের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় আবারও অশান্ত হয়ে উঠেছে ভারত অধিকৃত কাশ্মির। গতকাল শনিবার (১৫ এপ্রিল) শ্রীনগরের বাতামালু এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়। এই ঘটনার জেরে থমথমে হয়ে পড়েছে শ্রীনগর। বন্ধ রাখা হয়েছে দোকান-পাট। একইদিন পুলওয়ামাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় আরও অন্তত ৫০ জন কলেজ শিক্ষার্থী। স্থানীয়দের বরাত দিয়ে সুত্র জানিয়েছে।

স্থানীয়রা জানায়,গতকাল শনিবার বাতামালু এলাকায় নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যান লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেসময় ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করলে সাজাদ হুসেইন শেখ নামের ১৭ বছর বয়সী ওই কিশোর মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সুত্র জানায়,ওই এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর দুটি গাড়ি যাচ্ছিল। কয়েকজন তরুণ ওই গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। তখনই একটি বুলেট এসে সাজাদের মাথায় আঘাত করে।

এদিকে ভারতীয় পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,কোন পরিস্থিতিতে সাজাদ হুসেইন শেখ নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে একইদিন পুলওয়ামাতেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। স্থানীয় একটি কলেজের বাইরে চেকপোস্টের বিরোধিতা করে পাথর ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধরা। সেসময় শিক্ষার্থীদের ওপর পুলিশ প্যালেট ও কাঁদানে গ্যাস ছুড়লে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন