News71.com
 International
 16 Apr 17, 06:51 PM
 230           
 0
 16 Apr 17, 06:51 PM

বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের ৩ বিমানবন্দরে সর্বোচচ সতর্কতা জারি।।  

বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের ৩ বিমানবন্দরে সর্বোচচ সতর্কতা জারি।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই,চেন্নাই এবং হায়দরাবাদে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা  হয়েছে পুরো এলাকায়। গোপনসূত্রে বিমান ছিনতাইয়ের খবর পেয়ে দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর  মুম্বই,চেন্নাই এবং হায়দরাবাদে বাড়ানো হল সতর্কতা। হাই অ্যালার্ট জারি হয়েছে পুরো এলাকায়। দেশের নিরাপত্তাসংস্থার কাছে খবর আসে দেশের এই ৩বিমানবন্দর  থেকে বিমান ছিনতাইয়ের সম্ভাবনা রয়েছে। তার জেরেই এই তৎপরতা।

সুত্র জানা যায়,গতকাল শনিবার মুম্বাই পুলিশের কাছে এক মহিলার কাছ থেকে একটি ই-মেইল আসে। ই-মেইলে ওই মহিলা দাবি করেছেন,তিনি ৬জন তরুণকে  নিজেদের মধ্যে ওই ৩ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা  করতে শুনেছেন। এরপরই মুম্বাই পুলিশ দ্রুত ওই ই-মেইলটি দেশের সমস্ত নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দেয়। উল্লেখিত ৩বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে,কোনোরকম সন্দেহভাজন কিছু দেখলে,সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) ডিরেক্টর জেনারল ওপি সিংহও ওই ৩বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর খবর নিশ্চিত করেছেন। যেকোনও রকমের অন্তর্ঘাত এড়ানোর জন্যে সবধরনের ব্যবস্থাগ্রহণও করা হয়েছে বলে জানা গেছে। প্রত্যেক বিমানযাত্রীকে খুব ভাল করে পরীক্ষা করা হচ্ছে,যাত্রীদের  জিনিসপত্রের স্ক্যানিং বাড়ানো হয়েছে। বিমানবন্দরের আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে টহল। তবে এই নিয়ে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন সিআইএসএফ-এর এক সিনিয়র কর্মকর্তা। এসব বিমানবন্দর থেকে সঠিক সময়ই বিমান ওঠানামা করছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন