News71.com
 International
 16 Apr 17, 06:32 PM
 216           
 0
 16 Apr 17, 06:32 PM

ব্রিটিশ নৌবাহিনীর নজরে ২টি রুশ রণতরী।।

ব্রিটিশ নৌবাহিনীর নজরে ২টি রুশ রণতরী।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২টি রুশ রুণতরীকে নিজেদের নজরে রেখেছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী। ব্রিটিশ  চ্যানেল পাড়ি দেওয়ার সময় এই ২টি রুশ রুণতরীর ওপর  নজরদারী শুরু করে তারা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী স্যার মাইকেল ফ্যালনের বরাতে সুত্র এ তথ্য জানায়। মাইকেল ফ্যালন জানান,এইচএমএস সাদারলান্ড রুশ রণতরীর দিকে নজর রাখছে। ব্রিটেনকে নিরাপদে রাখার জন্য সদা তৎপর।

সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের দিকে বিমানবাহী রুশ রণতরী ‘এডমিরাল কুজনেটসভ’ এবং অন্যান্য জাহাজের এই বহরটি যাচ্ছে। আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করলেও স্বাভাবিকভাবেই এ নিয়ে যুক্তরাজ্যে অস্বস্তি তৈরি হয়েছে। দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ দূর থেকে এই রুশ রণতরীকে অনুসরণ করছে বলে জানা গেছে।

এইচএমএস সাদারলান্ডের কমান্ডিং কর্মকর্তা বলেন,ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর একটি ইউনিট হিসেবে ব্রিটেনে আসা রণতরীর দিকে নজর রাখছে এইচএমএস সাদারলান্ড। এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া। যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন