News71.com
 International
 16 Apr 17, 02:44 PM
 236           
 0
 16 Apr 17, 02:44 PM

ভারতের  মধ্যপ্রদেশে গোহত্যার শাস্তি শিশুকন্যার বিয়ে।।

ভারতের  মধ্যপ্রদেশে গোহত্যার শাস্তি শিশুকন্যার বিয়ে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গোহত্যা নিয়ে বাড়াবাড়ির আরও এক লজ্জাজনক উদাহরণ দেখল ভারতের  মধ্যপ্রদেশের গুনা জেলা। বাছুর মেরে ফেলার খেসারত হিসাবে তারপুর গ্রামের জগদীশ বানজারার ৫ বছরের মেয়ের বিয়ে দিতে জোরাজুরি করছে তারা। পাত্র ৮ বছরের একটি ছেলে।

জানা গেছে,৩বছর আগে নিজের চাষের ক্ষেত থেকে বাছুর তাড়াতে গিয়ে পাথর  ছুড়েছিলেন জগদীশ। পাথরের আঘাতে বাছুরটি মরে যায়। সেই ঘটনার প্রায়শ্চিত্ত করতে এবার জগদীশের ৫ বছরের মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই গ্রামের পঞ্চায়েতরা। যদিও ইতিমধ্যে বাছুর মারার খেসারত জগদীশ দিয়েছেন। গোটা গ্রাম তাদের একঘরে করেছে। গঙ্গায় গোসল করে গ্রামে খাবার বিলি করতেও বলা হয়েছে। 

কিন্তু পঞ্চায়েতের দাবি,ওই বাছুরের মৃত্যুর পর থেকে গ্রামে পবিত্র কিছু ঘটেনি। যদিও এই বিয়ে দেওয়ায় মত নেই মেয়েটির পরিবারের। তারা জেলা প্রশাসনে অভিযোগ করেছেন। কিন্তু পঞ্চায়েত জেদ ধরে রয়েছে,বিয়ে দিয়েই ছাড়বে তারা। প্রশাসন জানিয়েছে,ওই গ্রামে তদন্তকারী দল পাঠাবে তারা। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ‌‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন