News71.com
 International
 16 Apr 17, 02:42 PM
 229           
 0
 16 Apr 17, 02:42 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। সুত্র এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণী প্রকাশ করাটা বাধ্যতামূলক না হলেও ১৯৭২ সালের পর ট্রাম্পই প্রথম কোনও প্রধান রাজনৈতিক দলের প্রার্থী, যিনি আয়কর বিবরণী প্রকাশ করেননি। তখন তিনি এর পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন,এ সংক্রান্ত নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কেবল আয়কর বিবরণী প্রকাশ করা হবে। কিন্তু নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণের প্রায় ৩মাস পার হয়ে গেলেও তিনি আজ পর্যন্ত আয়কর প্রকাশ করেননি।

নিয়ম অনুযায়ি মধ্য এপ্রিলের মধ্যেই মার্কিনিরা বার্ষিক আয়কর হিসাব জমা দেন। কিন্তু ট্রাম্প তা জমা না দেওয়ায় বিরোধীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। ওয়াশিংটনের এক বিক্ষোভকারী চাক ওয়াশ বলেন,আমি মনে করি,তার বিনিয়োগ,অনুদান এবং আয় সম্পর্কে জানার অধিকার আছে আমাদের। ট্রাম্পপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বারকেলি, ক্যালিফোর্নিয়ায়। সেখান থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে বলেছেন,ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ করবেন না,কারণ মানুষ কাছে এটার কোনও প্রয়োজনীয়তা নেই। তবে আয়কর বিবরণী প্রকাশ না করলেও গত মাসে সংবাদমাধ্যমে ট্রাম্পের ২০০৫ সালের আংশিক আয়কর হিবাস ফাঁস হয়। ২০০৫ সালে তার আয় ছিল ১৫ কোটি ডলার। আর তিনি কর দিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন