News71.com
 International
 16 Apr 17, 02:37 PM
 239           
 0
 16 Apr 17, 02:37 PM

আবারও ভারতে কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু।।

আবারও ভারতে কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নোট বাতিলের পর থেকে এ বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৯,৩৩৪ কোটি কালো টাকার খোঁজ মিলেছে। তাই দ্বিতীয়বার কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে। দিল্লিতে ঘোষণা আয়কর দপ্তরের। বলা হয়েছে,গত বছর নভেম্বরে নোট বাতিলের ঘোষণার পর থেকেই ব্যাঙ্কের লেনদেনের ওপর কড়া নজর ছিল আয়কর দপ্তরের। নির্ধারিত অঙ্কের বেশি লেনদেন করা যাবে না বলে আগেই জানিয়েছিল সরকার। তা সত্ত্বেও বেশ কিছু গ্রাহকের ব্যাঙ্কের নথিতে গরমিল মিলেছে। সরকারি নির্দেশ না মেনে বিপুল পরিমাণ টাকার লেনদেন করেছেন এমন ৬০,০০০ জনকে চিহ্নিত করা গিয়েছে। যাদের মধ্যে ১,৩০০ জনের অ্যাকাউন্টে লেনদেনের অঙ্ক দেখে চোখ কপালে উঠেছে আয়কর আধিকারিকদের। খুব শিগগির নোটিস পাঠানো হবে সকলকে। সঠিক হিসেব দিতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

আয়কর আধিকারিকদের দাবি,সরকার নগদ লেনদেনে লাগাম টানায়,বিপুল পরিমাণ সম্পত্তি কেনাবেচার মাধ্যমে কালো টাকা সাদা করেছেন অনেকে। সংখ্যাটা ৬০০০–এরও বেশি। বাইরে টাকা পাঠিয়ে দেওয়ার ৬,৬০০ টি ঘটনা সামনে এসেছে। হিসেব দিতে না পারলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। এর আগে গত ৩১ জানুয়ারি প্রথম লেনদেনের ই-ভেরিফিকেশন হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, ২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মধ্যে বিভিন্ন ব্যাঙ্কে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে। সরকার নির্ধারিত আড়াই লক্ষ টাকার বদলে কেউ কেউ ৫ লক্ষ বা তার বেশি অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা করেছেন। সেবার বেআইনি লেনদেনে যুক্ত প্রায় ১৭ লক্ষ ব্যক্তিকে মেসেজ এবং ই-মেল পাঠিয়ে জবাব চাওয়া হয়। যার মধ্যে ৯ লক্ষ মানুষ আয়কর দপ্তরের প্রশ্নের জবাব দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন