News71.com
 International
 16 Apr 17, 02:33 PM
 205           
 0
 16 Apr 17, 02:33 PM

ফিলিপাইনে ৫.২ মাত্রার ভূমিকম্প।।

ফিলিপাইনে ৫.২ মাত্রার ভূমিকম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আজ রবিবার ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। দেশটির আবহাওয়াবিদরা এ কথা জানান।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি (ফিভলস)  জানিয়েছে,স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে লানাও ডেল সুর প্রদেশের ওয়াও হর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে ৫কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ফিভলকস জানায়,এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন