News71.com
 International
 16 Apr 17, 02:03 PM
 213           
 0
 16 Apr 17, 02:03 PM

শরীরে এইডস নিয়েও সেরা সুন্দরীর খেতাব অর্জন করলেন মিস কঙ্গো ইউকের....

শরীরে এইডস নিয়েও সেরা সুন্দরীর খেতাব অর্জন করলেন মিস কঙ্গো ইউকের....

 

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ১১ বছর বয়সে শরীরে ধরা পড়ে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব। কিন্তু সেখানেই থেমে থাকেনি জীবন। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে। তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন মিস কঙ্গো ইউকে। এখন তার বয়স ২২ বছর। বলছিলাম শৈশবেই এইচআইভিতে আক্রান্তহরসেলি সিনদা ওয়া এমবঙ্গোর কথা। 

যুক্তরাজ্যে বসবাসকারী কঙ্গোর নারীদের নিয়ে আয়োজন করা হয় মিস কঙ্গো ইউকে। এতে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন হরসেলি সিনদা ওয়া এমবঙ্গো। এইডস আক্রান্ত ওই নারী এখন কেবল সামনের দিকেই এগিয়ে যেতে চান। প্রতিযোগিতা জয়ের পর হরসেলি বলেন,জীবনে অন্তত একটা কিছু জিতে আমি খুব খুশি। আমার জীবন মানুষের হৃদয় স্পর্শ করেছে,যেটা অনেক। আশা করছি আমার গল্প অনেককেই জীবন দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন