News71.com
 International
 16 Apr 17, 10:27 AM
 209           
 0
 16 Apr 17, 10:27 AM

একসাথে দুবাইয়ে ১০১ দেশের ৬০০ মানুষকে ব্রেকফাস্ট করিয়ে বিশ্ব রেকর্ড করল একটি গুরুদুয়ারা।।

একসাথে দুবাইয়ে ১০১ দেশের ৬০০ মানুষকে ব্রেকফাস্ট করিয়ে বিশ্ব রেকর্ড করল একটি গুরুদুয়ারা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অন্যান্য দেশ থেকে আগত বিপুল সংখ্যক মানুষকে ব্রেকফাস্ট খাইয়ে বিশ্ব রেকর্ড করল দুবাইয়ের একটি গুরুদুয়ারা। দুবাইয়ের জেবেল আলিতে ১০১ দেশ থেকে আগত ৬০০ মানুষকে সকালের খাবার খাইয়েছে গুরুনানক দরবার নামের এই গুরুদুয়ারাটি।

তাদের ‘ব্রেকফাস্ট ফর ডাইভার্সিটি’ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে নজির সৃষ্টি করল তারা। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীচারি। এমনকি বহু বিদেশি কূটনৈতিক বিশেষজ্ঞও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরব আমিরশাহির ভারতীয় রাষ্ট্রদূত নভদ্বীপ সিং সুরি। জেবেল আলি গার্ডেনে জড়ো হয়ে অস্থায়ী তাবুতেই তাদের সকালের খাবার সারছিল মানুষ।

২০১৫ সালের ইতালির মিলান এক্সপোতে ৫৫ দেশের নাগরিকদের সকালের খাদ্য খাইয়ে রেকর্ড সৃষ্টি করেছিল নিটেলা। তবে গুরুদুয়ারা ভেঙে দিয়েছে সেই রেকর্ড। এমনই জানিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এমনিতেই প্রত্যেকদিন তাদের দর্শনার্থীদের বিনা পয়সায় খাবার দেন দুবাইয়ের এই গুরুদুয়ারাটি। ৷ আরব আমির শাহিতেই ৫০হাজার শিখ সদস্য রয়েছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন