News71.com
 International
 22 Jan 16, 01:59 AM
 933           
 0
 22 Jan 16, 01:59 AM

কায়রোয় বিস্ফোরণে নিহত ৯ পুলিশ: আহত ১০

কায়রোয় বিস্ফোরণে নিহত ৯ পুলিশ: আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল মিশরে রাজধানী কায়রোতে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। মিশরের সরাষ্ট্র দপ্তর ঘটনার সত্যতা স্বীকার করেছে। উল্লেখ্য মিশরে বর্তমানে মুসলিম ব্রাদারহুডের সমর্থনে জঙ্গী তৎপরতা চলছে বলে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্হা জানায় বৃহস্পতিবার রাজধানী কায়রোর শহরতলীতে জঙ্গীদের একটি ডেরায় পুলিশ অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষঠানিক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পুলিশের একটি বিশেষ দল কায়রোর একটি শহরতলীতে জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ের পুলিশ সেখানে একটি শক্তিশালী বোমা আবিস্কৃার করে। এসময় পুলিশ সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করতে গেলে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত ও কমপক্ষে আরও ১০ জন আহত হয়। এটিমুসলিম ব্রাদারহুড সমর্থিত জঙ্গী ঘাঁটি ছিল বলে জানা গেছে।উল্লেখ্য ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিসরে চোরাগোপতা হামলা ও জঙ্গী কার্যক্রম বেড়েই চলেছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন