
আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে ফের বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকায় আরও একটি বিস্ফোরক খুঁজে পাওয়া গেছে।
গতকাল শনিবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক পুলিশ ও দমকল কর্মীরা গোটা এলাকাটি ঘিরে রেখেছেন। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ২৫ জন বলে জানা গেছে। কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।