
প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারী বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস লুনাস গ্রামে ফেসবুকের নতুন ডাটা সেন্টার খোলা হচ্ছে। আর এই ডাটা সেন্টার তৈরিতে খরচ হবে ১৮০ কোটি মার্কিন ডলার। চলতি বছরের অক্টোবর থেকে এই ডাটা সেন্টারের নির্মাণ শুরু হওয়ার কথা রয়েছে, আর এটা শেষ হবে আগামী ২০১৮ সালে।
জানা গেছে, ১ বছর আগে নিউ মেক্সিকোতে নতুন ডাটা সেন্টারের জন্য জায়গা পছন্দ করে ফেসবুক কর্তৃপক্ষ। আর এ নিয়ে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর সুসানা মার্টিনেজের সঙ্গে বৈঠক করেন ফেসবুকের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে সিদ্ধান্ত নেয়া হয়, নিউ মেক্সিকোর লস লুনাস গ্রামে তৈরি করা হবে ফেসবুকের ডাটা সেন্টার।
আর এর আগে আয়ারল্যান্ডে একটি নতুন ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা বলেছিল ফেসবুক। প্রায় ৫০ হাজার স্কয়ার মিটারজুড়ে ডাটা সেন্টারটি স্থাপন করা হবে কাউন্টি মিথে, যা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে মাত্র ৯ মাইল পশ্চিমে।