
আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে্র হামাস পরিচালিত এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আজ(১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে হামাসের ৩টি কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী।
জানা গেছে, ‘ইসরাইলি বাহিনীর বিমান গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের তিনটি কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’
হামাস গাজা থেকে বুধবার রাতে ইসরাইলে একটি রকেট হামলা চালায়। কিন্তু এতে করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইসরাইলি সেনাবাহিনী বলেছে।