
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের শিকারপুরের খানপুর তেহশিলে গতকাল সোমবারের ঈদের নামাজ চলাকালীন সময়ে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে করে ৫ জন পুলিশ সহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে পুলিশ সদস্যরা ঈদের মূল জামাতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেন।
জানা গেছে, ঈদের জামাত চলাকালীন চারজন আত্মঘাতী হামলাকারী খানপুরে অনুপ্রবেশ করে। এদের মধ্যে দুইজন ঈদ জামাতের মাঠে হামলার চেষ্টা করে। আর একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে করে দুই পুলিশসহ ১০ জন আহত হন। আর অপর হামলাকারী পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা বাহারদিন কেরিও বলেছেন, অপর দুই হামলাকারী ইমামবারগাহ লক্ষ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সন্দেহজনক গতিবিধি লক্ষ করে পুলিশ তাদের বাধা দেয়। তল্লাশির জন্য থামানোর সঙ্গে সঙ্গেই এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, তখন তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন। অপর হামলাকারীও একজন আত্মঘাতী বোমা হামলাকারী হতে পারেন সন্দেহে তাকে ঘটনাস্থলে গুলিতে আহত করে গ্রেপ্তার করা হয়। এ হামলার চেষ্টাকালে ইমামবারগাহের ভিতরে কয়েকশত মুসুল্লি ছিলেন।