News71.com
 International
 13 Sep 16, 05:02 PM
 478           
 0
 13 Sep 16, 05:02 PM

নারী মডেলকে মেসির কু-প্রস্তাব!

নারী মডেলকে মেসির কু-প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেসি ভক্তরা তার ক্লিন ইমেজের জন্য তাকে বেশ সম্মান করেন। কিন্তু মেসির বিরুদ্ধেও কিছু অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে স্বচ্ছ ভাবমূর্তির মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠে। আর এরপরই কেমন যেন বদলে যায় পরিবেশ। নারী কেলেংকারিতে জড়িয়ে সেই ইমেজের আরও বারোটা বেজেছে।

জানা গেছে, মেসির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন তরুণী অভিযোগ এনেছেন। দিনকয়েক আগে আর্জেন্টাইন মডেল জোয়ানা গনজালেজ মেসির শয্যাসঙ্গী হয়েছিলেন বলে দাবি করেছেন। কিন্তু এ বিষয়ে মেসি কোনো মন্তব্য করেননি।

বেশ কয়েকবছর আগে ল্যারিসা রিকলমেও একই অভিযোগ এনেছিলেন মেসির বিরুদ্ধে। তখন অনেকেই বলেছিলেন, খুব সহজে নাম কেনার জন্যই মেসির সঙ্গে নাম জড়িয়েছেন রিকলমে।

উত্তেজক মন্তব্য করার জন্য বিখ্যাত মডেল রিকলম বলেছেন, 'জানেন আমার সঙ্গে সেক্স করার জন্য কে টাকা দিতে চেয়েছিল?' ওই সাক্ষাৎকারের সময়ে উপস্থিত থাকা আর্জেন্টাইন গায়িকা পাবলিটো রুইজ চিৎকার করে বলে ওঠেন, 'ইট ওয়াজ মেসি।'

সঙ্গে সঙ্গে ল্যারিসা রিকলমে বলতে শুরু করেন, 'একদম ঠিক।' তার পরে সুর চড়িয়ে বলেন, 'আমিও যেমন তেমন মেয়ে নই। অর্থ দিয়ে সেক্স কেনা যায় না।'
মেসি অবশ্য ল্যারিসা রিকলমের এমন দাবির বিরুদ্ধেও মুখ খোলেননি। বিষয়টাও বহুদিনের পুরনো।

আবার এদিকে শুধু ল্যারিসা রিকলমে বা মডেল জোয়ানা গনজালেজই নন, মেসির বিরুদ্ধে একাধিক নারীর এমন অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন