
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেনাবাহিনী বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দুটি পৃথক বন্দুকযুদ্ধে ৭ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। আর এর মধ্যে গতকাল রবিবার কুপওয়ারা জেলায় ৪ জন মারা যায়।
জানা গেছে, আরো তিন জন পুচ জেলায় সরকারি কার্যালয়ে হামলা করতে গিয়ে নিহত হয়। গত ৯ জুলাই থেকে শুরু হওয়া বিদ্রোহের পর থেকে দুই মাস ধরে কাশ্মিরে কারফিউ জারি করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। জনপ্রিয় জঙ্গি নেতা ২২ বছর বয়সী বুরহান ওয়ানি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত হওয়ার পরে এই বিদ্রোহ শুরু হয়।
সেখানে এই পর্যন্ত ৭০ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে আরো অনেক। কুপওয়ারায় নিহত জঙ্গিরা ভারত-পাকিস্তান সীমান্ত পার হওয়ার চেষ্টার সময়ে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়। ভারতের সেনাবাহিনীর মুখপাত্র এনএন জোশি বলেছেন, নওগাম সেক্টর দিয়ে প্রবেশ করার সময়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে চার জন জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।