News71.com
 International
 11 Sep 16, 07:33 PM
 438           
 0
 11 Sep 16, 07:33 PM

কেনিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভণ্ডুল।।

কেনিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভণ্ডুল।।

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার বন্দর নগরী মোম্বাসার একটি থানায় সন্ত্রাসী হামলা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী। তিন জন নারী ওই হামলার চেষ্টা করেছিল। পুলিশ তাদের গুলি করে হত্যা করেছে।

পুলিশ জানায়, অভিযোগ জানানোর কথা বলে হিজাব পরিহিত তিন জন নারী থানায় প্রবেশ করেন। এসময় একজন ছুরি বের করেন।  অপর জনের ছোঁড়া পেট্রোল বোমায় থানায় আগুন লেগে যায়। এসময় দুই পুলিশ আহত হন।

এই ঘটনার পেছনে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে কেনিয়ায় বহু হামলার জন্য জঙ্গি সংগঠন আল শাবাবকে দায়ী করা হয়। মোম্বাসার মানুষকে দলে ভিড়িয়েছে জঙ্গি সংগঠনটি। শহরটিতে বহু মুসলমানের বসবাস।

গত বছর এপ্রিল মাসে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ১৪৭ জনকে ও ২০১৩ সালে নাইরোবির একটি শপিং মলে ৬৮ জনকে হত্যা করেছিল আল শাবাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন