
প্রযুক্তি ডেস্কঃ গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) চীনের নানজিং শহরে এই সেবা শুরু হয়েছে। ফলে জার্মানি-জাপানের পরে এই প্রযুক্তির ব্যবহারকারী বিশ্বের তৃতীয় দেশ হল চীন।
সরকার নিয়ন্ত্রিত চীনের সবচেয়ে বড় রোলিং স্টক নির্মাণকারী সংস্থা চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন এই স্কাই ট্রেন চালু করেছে।
জানা যায়, ট্রেনটিতে ২টি কামরা রয়েছে। একসঙ্গে এতে মোট ২০০ জন যাত্রী চড়তে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, ট্রাম বা অন্যান্য এই ধরনের যানের চেয়ে এর তৈরির খরচ অনেক কম। এবং চলাচলের সময় বায়ু প্রতিরোধকারী ক্ষমতা এই ট্রেনের অনেক বেশি।
বেজিং বিশ্ববিদ্যালয়ের গবেষক য়ু ঝাওহং জানিয়েছেন, এই ট্রেন ও তার জন্য আকাশপথে লাইন তৈরি করতে খুব কম সময় লাগে। মাত্র কয়েক মাসেই অনেক কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলা যায়।
এই ট্রেনগুলো ব্যাটারির সাহায্য চলে। মোট ৪ ঘণ্টা একটানা চালানো যেতে পারে এটিকে। স্টেশনে দাঁড়ালে ব্যাটারি তৎক্ষণাৎ চার্জ দেওয়া সম্ভব। পুরো ব্যাটারি চার্জ হতে সময় লাগে মাত্র ২ মিনিট।
আগামী বছরের মধ্যেই চীনের বিভিন্ন দর্শনীয় স্থানে এই 'স্কাই ট্রেন' ব্যবহার করে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলা হবে দাবি সংশ্লিষ্টদের।