News71.com
 International
 11 Sep 16, 06:41 PM
 443           
 0
 11 Sep 16, 06:41 PM

অস্ট্রেলিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে যুবক আটক ।।

অস্ট্রেলিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে যুবক আটক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণাঞ্চলে হত্যাচেষ্টার অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে সন্ত্রাসবাদে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের দাবি, ওই যুবক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা জানায়, আক্রমণকারী ৫৯ বছর বয়সী এক বৃদ্ধকে স্থানীয় একটি পার্কে ছুরিকাঘাত করে। এরপরই ওই যুবক এক পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টা করে।

জানা যায়, অভিযুক্তের কাছ থেকে একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে, যা স্থানীয় সময় রবিবার বিকালে কোর্টে উপস্থাপন করা হবে। ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যার দু'দিন আগে এক কিশোর বালকে সিডনি অপেরা হাউজ উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন