News71.com
 International
 11 Sep 16, 04:55 PM
 325           
 0
 11 Sep 16, 04:55 PM

গ্রিসের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : এলেক্সিস সাইপ্রাস ।।

গ্রিসের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : এলেক্সিস সাইপ্রাস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সাইপ্রাস বলেছেন, তার দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তাই তিনি বিনিয়োগকারীদের প্রতি এ সুযোগ গ্রহণ করে বিনিয়োগ করার আহ্বান জানান। সংকটোত্তর ভবিষ্যৎ নিয়ে গতকাল শনিবার ৮১তম থেসালংকি আন্তর্জাতিক মেলায় মূল বক্তব্য উপস্থাপনকালে এলেক্সিস এ আহ্বান জানান।


তিনি বলেন, আমরা এমন একটি পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের অর্থনৈতিক পরিবর্তন ঘটছে। গত সাত বছরের মন্দা থেকে অবশেষে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তিনি তার সরকারের নীতি সমর্থন করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্যে আমাদের দেয়া সহায়ক কাঠামো ও সুযোগ গ্রহণ করুন।


একইসঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত রাখার ঘোষণা এবং সুষ্ঠু ব্যবসায়িক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের জন্যে প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করার অঙ্গীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন