News71.com
 International
 10 Sep 16, 10:51 PM
 414           
 0
 10 Sep 16, 10:51 PM

নাইন ইলেভেনের প্রাক্কালে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বারাক ওবামা।।

নাইন ইলেভেনের প্রাক্কালে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বারাক ওবামা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৯/১১ সন্ত্রাসী হামলার ১৫ বছর পর সন্ত্রাসী হামলা মোকাবেলায় মার্কিনীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ১৫তম বার্ষিকীর প্রাক্কালে দেওয়া এক রেডিও ও অনলাইন বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।


বারাক ওবামা বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা কিভাবে প্রতিক্রিয়া করি তা গুরুত্বপূর্ণ। যারা আমাদের বিভক্ত করবে, আমরা তাদের কাছে নতি স্বীকার করতে পারি না। সমাজের বন্ধন বিনষ্ট করে এমন কোনো উপায়ে আমরা প্রতিক্রিয়া করতে পারি না। কেননা, আমাদের জনবৈচিত্র্য, সকল প্রতিভাকে অভ্যর্থনা জানানো, জাতি-ধর্ম-বর্ণ- লিঙ্গ নির্বিশেষে সকলকে সমান ব্যবহারই আমাদের দেশকে মহান করেছে। এটি আমাদের সহনশীল করেছে।’


তিনি বলেন, ‘আমরা যদি এসব মূল্যবোধের প্রতি আস্থাশীল থাকি, তাহলেই আমরা যাদের হারিয়েছি তাদের উত্তরাধিকারকে আমরা সমুন্নত রাখতে পারবো এবং আমাদের দেশকে করতে পারবো শক্তিশালী ও অবাধমুক্ত।’


এ সময় বারাক ওবামা বেশ কয়েকবার রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের নিন্দা করেছেন। তার আজকের বক্তব্যেই ডোনাল্ড ট্রাম্পের দিকে তীর্যক ইঙ্গিত স্পষ্ট।


ওয়ান-ইলেভেনের হাত থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম অন্ধকারাচ্ছন্ন দিন উল্লেখ করে বারাক ওবামা বলেন, ‘আমরা ওসামা বিন লাদেনকে তার প্রাপ্য শাস্তি দিয়েছি এবং আমাদের দেশের নিরাপত্তা বাড়িয়েছি। আমরা অনেক হামলা ঠেকিয়ে দিয়েছি, জীবন বাঁচিয়েছি।’


বোস্টন, সান বার্নাডিনো এবং ফ্লোরিডার অরল্যান্ডোতে হামলার ঘটনার প্রসঙ্গ এনে তিনি বলেন, সন্ত্রাসী হুমকির ধরন পাল্টেছে। সুতরাং আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া ও এর বাইরে আমরা আল-কায়েদা ও আইএস’র মতো সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে সদা সজাগ থাকবো। আমরা তাদের ধ্বংস করবো এবং আমরা আমাদের বাসভূমি সুরক্ষায় আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে এমন সব কিছু করা অব্যাহত রাখবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন