
আন্তর্জাতিক ডেস্কঃ দুই জিম্মিকে উদ্ধারে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর একটি অভিযান গেল মাসে ব্যডর্থ হয়েছে বলে পেন্টাগন স্বীকার করেছে।
পেন্টাগনের একজন মুখপাত্র জানান, অভিযানে প্রতিপক্ষ বাহিনীর উল্লেখযোগ্যি সংখ্যঅক সদস্যয নিহত হলেও জিম্মিরা সেখানে না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্যজ কিংবা সাধারণ কোনো মানুষ হতাহত হননি।
দুই জিম্মির ব্যা পারে বিস্তারিত কোনো তথ্যন দেওয়া না হলেও যুক্তরাষ্ট্রের গণমাধ্যিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই অধ্যা পক। একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অপরজন অস্ট্রেলীয়। চলতি বছরের অগাস্ট মাসের শুরুর দিকে তাদের দুজনকে কাবুল থেকে অপহরণ করা হয়। অপহৃত দুই অধ্যা পক আফগানিস্তানে আমেরিকান ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যাটশ কার্টারের অনুমোদন ছিল। দুর্ভাগ্যেবশত আমরা যেখানে সন্দেহ করেছিলাম জিম্মিরা সেখানে ছিলেন না। অভিযান চলাকালে মার্কিন বাহিনীর হাতে প্রতিপক্ষের উল্লেখযোগ্য্ সংখ্যেক সদস্যি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ৭ অগাস্ট ওই দুই অধ্যাবপক গাড়িতে করে তাদের গেস্টহাউজে যাওয়ার পথে ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারীদের হামলার মুখে পড়েন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের জিম্মি করা হয়েছে। এই অপহরণের জন্যপ দায়ী গোষ্ঠীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এমন কী কোনো মুক্তিপণের কথাও শোনা যায়নি। চলতি বছর আফগানিস্তানে বেশ কয়েকজন বিদেশি নাগরিক হামলা ও অপহরণের শিকার হয়েছেন।