News71.com
 International
 09 Sep 16, 01:54 PM
 382           
 0
 09 Sep 16, 01:54 PM

উত্তর কোরিয়ায় বিস্ফোরণ, খতিয়ে দেখছে হোয়াইট হাউস ।।

উত্তর কোরিয়ায় বিস্ফোরণ, খতিয়ে দেখছে হোয়াইট হাউস ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে একটি বিস্ফোরণের ঘটনাকে খতিয়ে দেখা হচ্ছে বলে গতকাল জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি ওই এলাকায় একটি কৃত্রিম কম্পন হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণকারীরা এটি শনাক্ত করেছে। তবে এটি পারমাণবিক পরীক্ষাজনিত কম্পন ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘কোরীয় উপদ্বীপে ভূকম্পন সম্পর্কে আমরা অবগত রয়েছি। উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে কম্পনের সূত্রপাত ঘটে। তিনি আরো বলেন, ‘আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্ণয়ে কাজ করে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন