News71.com
 International
 09 Sep 16, 01:47 PM
 418           
 0
 09 Sep 16, 01:47 PM

ঈদ উপলক্ষে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম ৪৮৮ বন্দীকে মুক্তি দিলেন ।।

ঈদ উপলক্ষে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম ৪৮৮ বন্দীকে মুক্তি দিলেন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুবাইয়ের ৪৮৮ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গতকাল দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ঈসা আল হুমাইদান এ তথ্য জানান। তিনি আরো জানান, আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক এর বিশেষ ক্ষমতাবলে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে  গত বুধবার আমিরাত প্রেসিডেন্ট শেখ খলীফা বিন জায়েদ  আল নাহিয়ান, শারজাহ শাসক ও আজমান শাসক ঈদ উপলক্ষে পৃথক পৃথক ভাবে মোট ৬৮২ জন বন্দি কয়েদিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতিবছর ২ ঈদ ও আমিরাতের জাতীয় দিবসে( ২ ডিসেম্বর)আমিরাতের প্রেসিডেন্ট,  দুবাইয়ের শাসক ও অন্যান্য প্রদেশের শাসকগণ বিশেষ বিবেচনায় জেলে বন্দী থাকা  কয়েদীদের আগাম মুক্তি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন