News71.com
 International
 09 Sep 16, 11:14 AM
 384           
 0
 09 Sep 16, 11:14 AM

সিরিয়ায় সাবেক নুসরা ফ্রন্টের শীর্ষ কমান্ডার নিহত ।।

সিরিয়ায় সাবেক নুসরা ফ্রন্টের শীর্ষ কমান্ডার নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সংঘর্ষে বিদ্রোহী সংগঠন আল নুসরা ফ্রন্টের এক সিনিয়র নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জাভাত ফাতেহ আল শাম তাদের টুইটার একাউন্টে জানায়, আলেপ্পোতে বিমান জামলায় বিদ্রোহী কমান্ডার আবু ওমর সারাকেব নিহত হয়েছেন।

তবে ঠিক কারা বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে তারা কিছু জানায়নি। চলতি বছর জুলাইয়ে জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজেদের নাম পরিবর্তন করে আল নুসরা।

সিরিয়ান সরকার, রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। আলেপ্পোর পশ্চিমাঞ্চলে কাফর নাহা গ্রামে আবু ওমারকসহ অন্যান্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ঠিক কোন যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয় সেটা নিশ্চিৎ হওয়া যায়নি। তবে জাবাত ফাতেহ আল শামের মিটিংয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় আবু ওমরসহ আবু মুসলেমি নামে আরেক বিদ্রোহী নেতা নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন