News71.com
 International
 09 Sep 16, 11:10 AM
 415           
 0
 09 Sep 16, 11:10 AM

ফ্রান্সে কেবল কারে আটকা কমপক্ষে ৪৫ জন দর্শনার্থী।।

ফ্রান্সে কেবল কারে আটকা কমপক্ষে ৪৫ জন দর্শনার্থী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের আল্পস পর্বতমালায় কেবল কারে অন্তত ৪৫ দর্শনার্থী আটকা পড়েছেন। তবে ঠিক কি কারণে কেবল কারগুলোতে এই বিপর্যয় ঘটল সে বিষয়ে নিশ্চিৎ করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মন্টে ব্লাঁর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ১১০ জন আটকা পরলেও ৬৫জন দর্শনার্থীকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়।

তবে রাতের অন্ধকারে উদ্ধার অভিযান ব্যহত হওয়ায় সকালের অপেক্ষা করা হচ্ছে। কেবল কার গুলো মাটি থেকে ৩ হাজার ৮০০ মিটার উপরে।

কেবল কোম্পানির প্রধান ম্যাথিউ দেশ্যাভানে জানান, তারা কেবল কারে অবস্থানকারী সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন। তাদের সঙ্গে খাবার পানি রয়েছে।

উদ্ধার অভিযানে ইতালিয়ান ও সুইস কর্তৃপক্ষ সহায়তা করছে। ব্যবহার করা হচ্ছে তিনটি হেলিকপ্টার।

কর্তৃপক্ষ দাবি করে, তারা দেড় ঘণ্টায় ৬০জন দর্শনার্থীকে উদ্ধার করেছে। কিন্তু অন্ধকারের কারণে বাকিদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হলেই আবার উদ্ধার অভিযান শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন