News71.com
 International
 08 Sep 16, 12:02 PM
 438           
 0
 08 Sep 16, 12:02 PM

ডেঙ্গু জ্বরে মৃত্যুতে শীর্ষে ভারতের পশ্চিমবঙ্গ....

ডেঙ্গু জ্বরে মৃত্যুতে শীর্ষে ভারতের পশ্চিমবঙ্গ....

আন্তর্জাতিক ডেস্ক: ডেঙ্গু জ্বরে মৃত্যুর ঘটনায় ভারতের অন্যান্য পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। চলতি বছরের গত আগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গু ভাইরাসে ২২ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত বছর এই রাজ্যে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা ছিল ১৪। চলতি বছর শেষ না হতেই ইতিমধ্যে তা ছাড়িয়ে গেছে। গত মাসের ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট ৫,১২৯ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে। আর এর মধ্যে মারা গেছেন ২২ জন।

কিন্তু, চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৭,৮৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। কিন্তু গত বছরের তুলনায় সংখ্যাটি বেশ কম। গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২২০ এবং আক্রান্তের সংখ্যা ছিল ৯৯,৯১৩।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন