News71.com
 International
 08 Sep 16, 11:56 AM
 429           
 0
 08 Sep 16, 11:56 AM

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

নিউজ ডেস্ক: আজ(৮ সেপ্টেম্বর) বৃস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই বছর দিবসটির প্রতিপাদ্য ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’। এবার বিশ্বব্যাপি আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হবে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো সরকারি ও বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও এই দিবসটি পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। এই দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আবার এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটি উপলক্ষে নেয়া সার্বিক কর্মসূচির সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন