News71.com
 International
 07 Sep 16, 09:08 PM
 383           
 0
 07 Sep 16, 09:08 PM

জিকা মোকাবিলার তহবিল আটকালো যুক্তরাষ্ট্রের সিনেট

জিকা মোকাবিলার তহবিল আটকালো যুক্তরাষ্ট্রের সিনেট

 

আন্তর্জাতিক ডেস্ক: জিকা ভাইরাস মোকাবিলায় তহবিল গঠনের বিল আবারও আটকে গেছে যুক্তরাষ্ট্রের সিনেটে। এবার তৃতীয়বারের মত বিলটি আটকে গেল সিনেটে।

রিপাবলিকানরা গর্ভপাতপন্থীদের পরিকল্পিত অভিভাবকত্বের জন্য তহবিল না দেয়ার ঘোষণা দেয়ার পর জিকা ভাইরাস তহবিল গঠন আটকে দেয় ডেমোক্রেট সিনেটররা। ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তারা দেশের ভেতরে থেকে আরো ৭ জনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয়ার পর সিনেটে ভোট অনুষ্ঠিত হয়। ৫২ -৪৬ ভোটে জিকা ভাইরাস তহবিল গঠনের বিলটি আটকে যায়।

জানা গেছে, ফ্লোরিডাতেই জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৬ জন। আর এর মধ্যে অনেক ক্ষেত্রে মশার মাধ্যমে জীবাণুটি ছড়াচ্ছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জিকা ভাইরাস মোকাবিলায় তহবিল গঠনে আইনপ্রণেতাদের অনুরোধ করেছেন। জিকা ভাইরাসের কারণে মায়ের গর্ভে থাকা শিশুদের মস্তিষ্ক গঠন ব্যাহত হয়।

গত জুন ও জুলাইয়ে সিনেটে ডেমোক্রেটরা এ জাতীয় জিকা তহবিল বিল আটকে দিয়েছিল। এবারের ভোটের আগে রিপাবলিকান সিনেটর ম্যাক কনেল ডেমোক্রেটদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, তহবিল গঠনের আহ্বান জানিয়ে কেন ডেমোক্রেটরা নারী ও শিশুদের রক্ষা করার এই বিল আটকে দিচ্ছে তার ব্যাখ্যা খুবই জটিল।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বলেছে, ২ কোটি ২০ লক্ষ ডলারের পুরো তহবিলই জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় শেষ হয়ে গেছে।  বর্তমানে যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ শতাধিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন