
আন্তর্জাতিক ডেস্ক: চীনা কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় সিনেটর স্যাম দাস্তিয়ারি।
২০১৪ সালে চীন সরকারের সাথে সংশ্লিষ্ট ইউহু গ্রুপকে অর্থের বিনিময়ে সুবিধা দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দক্ষিণ সাউথ ওয়েলসের লেবার পার্টির দাস্তিয়ারি। আর এর মধ্যে ওই কোম্পানিকে ব্যক্তিগত ভ্রমণের জন্য ১ হাজার ৬৭০ অস্ট্রেলিয়ান ডলার ঋণ দেওয়ার কথা স্বীকার করেন তিনি।
জানা গেছে, অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফেয়ারফ্যাক্স ঐ অর্থ কেলেঙ্কারির কথা প্রথম প্রকাশ করে। পরে সিনেটরের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। তিনি যুক্তরাষ্ট্রীয় ও প্রাদেশিক রাজনৈতিক দলের বিধি লঙ্ঘন করেছেন কিনা সেটা খতিয়ে দেখা হয়।
আবার এদিকে আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে সিনেটর দাস্তিয়ারি বলেছেন, দেশ এবং দেশের নাগরিকরা বড় বড় সমস্যা মোকাবিলা করে চলেছে। আর সেদিক থেকে দৃষ্টি সরাতেই আমার আচরণ নিয়ে তদন্ত চলছে। আমি একটি ভুল করেছি এবং ভুলের মূল্য দিচ্ছি। কিন্ত লেবার নেতা বিল শর্টেন বলেছেন, তিনি দাস্তিয়ারিকে বরখাস্ত করবেন না। কারন তিনি আরেকবার সুযোগ পাওয়ার যোগ্য।