News71.com
 International
 07 Sep 16, 11:28 AM
 324           
 0
 07 Sep 16, 11:28 AM

ভারত-পাক সীমান্তে উত্তেজনা ।। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতের

ভারত-পাক সীমান্তে উত্তেজনা ।। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতের

দিল্লী সংবাদদাতা : ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান। এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ করে পাক সেনা।

প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, সম্পূর্ণ বিনা প্ররোচনায় গতকাল মধ্যরাত থেকে নির্বিচারে ছোট এবং স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলিবর্ষণ করে ভারতীয় বর্ডার আউটপোস্ট (বিওপি) লক্ষ্য করে চলেছে পাক সেনা। সেইসঙ্গে চলছে মর্টার-হানাও।

তিনি জানান, পাক গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। তিনি যোগ করেন, শেষ খবর মেলা পর্যন্ত ভারতের দিকে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। জানা গিয়েছে, পুঞ্চের শাহপুর কান্দি অঞ্চলেই এই গুলি বিনিময় চলছে।

এর আগে ২ তারিখও জম্মু জেলার আখনুরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি একইভাবে ভঙ্গ করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা।

গত বছর মোট ৪০৫ বার সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছিল পাক সেনা। যাতে ১৬ জন নাগরিক নিহত হয়েছিলেন এবং আরও ৭১ জন আহত হয়েছিলেন। এর মধ্যে ১৫২টি ঘটনা ঘটেছিল নিয়ন্ত্রণরেখায় এবং ২৫৩টি ঘটেছিল আন্তর্জাতিক সীমান্তে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন