
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ গাসিদাত এলাকায় শ্রমিক ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল রাস আল খাইমাহ পুলিশ কেন্দ্রীয় অপারেশনস রুমে স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি সম্পর্কে জানানো হয়। রাস আল খাইমাহ সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক, ব্রিগেডিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল যায়াবি জানান, আমরা শ্রমিকদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়েছি।
প্রায় ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যাইনি বলেও জানান তিনি।