News71.com
 International
 07 Sep 16, 10:55 AM
 351           
 0
 07 Sep 16, 10:55 AM

সিরিয়ার আলেপ্পো শহরে ৪টি ক্লোরিন বোমা নিক্ষেপ আহত ৮০ ।।

সিরিয়ার আলেপ্পো শহরে ৪টি ক্লোরিন বোমা নিক্ষেপ আহত ৮০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আলেপ্পো শহরে ক্লোরিন বোমা নিক্ষেপ করেছে সরকার বাহিনী। হেলিকপ্টার থেকে ক্লোরিন বোমা নিক্ষেপ করা হয়েছে।

সিরীয় বাহিনী হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করেছে। এসব বোমায় ক্লোরিন ছিল। বোমার আঘাতে ৮০ জন আহত হয়েছে। সুকারি এলাকায় ক্লোরিন বোমার আঘাতে লোকজনের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি স্বেচ্ছাসেবক কর্মীরা।

তবে ক্লোরিন বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা যায় নি। এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, গত আগস্টে কমপক্ষে ২টি উপলক্ষে ক্লোরিন ব্যবহার করেছে সরকার বাহিনী। তবে সিরীয় বাহিনী সব সময় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করে আসছে।

সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর উদ্ধারকর্মী ইবরাহিম আলহাজ জানিয়েছেন, তিনি হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপের পর ঘটনাস্থলে পৌঁছান। কমপক্ষে ৪টি ক্লোরিন সিলিন্ডার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীল একটি স্বেচ্ছাসেবক দল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে শিশুরা শ্বাসকষ্টের সমস্যার জন্য মাস্ক ব্যবহার করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন