
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে হারিকেন নিউটনের আঘাতে একটি মাছ ধরার নৌকা ডুবে ২জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩জন ।
গতকাল দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এলাকায় এ ঘটনাটি ঘটে বলে আজ আন্তর্জাতিক মাধ্যমগুলো জানিয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের পরিচালক মার্কো অ্যানটোনিউ ভাজকোয়েজ জানান, লা রিবারা ও কাবো পালমোর কাছে লাস ব্যারেনক্যাস সমুদ্র সৈকত থেকে ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।
নিউটনের আঘাত হানার বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছিলো। নিহত ও নিখোঁজরা তা অনুসরণ করেননি বলেও জানান তিনি ।